সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন বাড়লেও কমেছে সূচক

শেয়ার বেচার চাপ বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারি) লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ছয় পয়েন্ট। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ মূলধন বেড়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার বেচার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে সূচক পতনে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ১০ পয়েন্ট। পরে শেয়ার কেনার চাপ বাড়তে থাকে। এতে লেনদেন শুরুর এক ঘণ্টা ১০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছিল ১৬ পয়েন্ট। সেই উত্থান ধরে রাখতে পারেনি, পরবর্তী সময়ে শুরু হয় পতন। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ছয় দশমিক ৪৮ পয়েন্ট। দিনশেষে সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ২৪৭ দশমিক ৩০ পয়েন্টে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। আগের দিনের তুলনায় আজ লেনদেনের পরিমাণ বেড়েছে।
গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার। ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৯৩ হাজার ৭৯৯ কোটি ৮৫ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৩৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৩টির। আজ ডিএসইএক্স সূচক ছয় দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৭ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২০ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৫ দশমিক ৫৪ পয়েন্টে।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ১১ কোটি ৯০ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৩২ লাখ টাকা, পেপার প্রসেসিংয়ের ৯ কোটি ৯৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৯০ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের আট কোটি ৯৫ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের আট কোটি ২৮ লাখ টাকা, বিট্রিশ অ্যামেরিকান টোব্যাকোর সাত কোটি ৫৭ লাখ টাকা, কাট্রালি টেক্সটাইলের সাত কোটি ৩৬ লাখ টাকা এবং ফু-ওয়াং ফুডের ছয় কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ২৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।