হিলিতে উদ্ভিদ সংগনিরোধ আইন অবহিতকরণে প্রশিক্ষণ শুরু
বাংলাদেশে উদ্ভিদের স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থাদি শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী উদ্ভিদ সংগনিরোধ আইন অবহিতকরণ শীর্যক প্রশিক্ষণ দিনাজপুরের হিলি স্থলবন্দরে শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইটোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক (উইং) সৌমেন সাহা।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাদেক ইবন সোমস, উপপরিচালক (রপ্তানি) আনোয়ার হোসেন খান, বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ শেখ মনোয়ার হোসেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেয় বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পানামা পোর্ট ও কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা।
২১ মার্চ এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।
উদ্ভিদ সংগনিরোধ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও)স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে ডব্লিউটিও-এসপিএস চুক্তি অনুযায়ী উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের জন্য বাধ্যতামূলক।