১৮ শতাংশ লভ্যাংশ দেবে ফিনিক্স ইন্স্যুরেন্স
বিমা খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন বেলা সাড়ে ৩টায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট আগামী ১৯ এপ্রিল।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ১১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছে দুই টাকা ৮৪ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ২৭ পয়সা।
১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩৪ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার চার কোটি তিন লাখ ৪১ হাজার ৫৭২টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৯ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৬১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ২২ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২৩ টাকা ৭০ পয়সা।