৫০ শতাংশ লভ্যাংশ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে আগামী ১০ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ এপ্রিল।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৬৫ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৩ টাকা ৫৮ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটি ৫৫ শতাংশ লভ্যাংশ দেয়। ওই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয় ২০ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয় ১৮ টাকা পাঁচ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ছিল ২৩৪ টাকা ৪৩ পয়সা।
গত এক মাসে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩১৭ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ৩৩৪ টাকা ৭০ পয়সা।
অ্যাপেক্স ফুটওয়্যারের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ২১ দশমিক ৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩২ দশমিক শূন্য ৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ৩ দশমিক ৬৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪২ দশমিক ৪৩ শতাংশ শেয়ার।