নর্দার্ন ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
বিমা খাতের কোম্পানি নর্দার্ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে এক টাকা ৮৫ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ২৪ এপ্রিল।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয় ছয় কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয় দুই টাকা দুই পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২০ টাকা ৭০ পয়সা।