রীনা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মংলা কাস্টমসের মামলা
মংলা বন্দরে ঘোষণার অতিরিক্ত পণ্য আনায় আমদানিকারক প্রতিষ্ঠান রীনা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করেছে মংলা কাস্টম হাউস। পাশাপাশি আমদানি করা অতিরিক্ত পণ্য আটক করা হয়েছে।
মংলা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, রীনা ইন্টারন্যাশনালের আমদানি করা প্রায় ১৯ হাজার ৫৭৫ টন বোল্ডার ও চিপ স্টোন (পাথর) নিয়ে বিদেশি জাহাজ এম ভি ফায়েয়া গত ৪ এপ্রিল মংলা বন্দরের ৮ নন্বর জেটিতে ভেড়ে। জাহাজটি বন্দরে ভেড়ার পর আমদানির ঘোষণা অনুযায়ী পণ্যের পরিমাণ পরীক্ষা ও পরিমাপ করে কাস্টমস কর্তৃপক্ষ। তখন ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানির বিষয়টি ধরা পড়ে।
জাহাঙ্গীর আলম জানান, আমদানিকারক প্রতিষ্ঠানের ঘোষণাপত্রে ১৪ হাজার টন বোল্ডার ও পাঁচ হাজার ৫৭৫ টন চিপ স্টোন আমদানি করবে বলে উল্লেখ করে। তবে পরিমাপে দেখা যায়, সাত হাজার ৪৪০ টন চিপ স্টোন আনা হয়েছে। প্রায় দুই হাজার ১৬৫ টন চিপ স্টোন বেশি আমদানি হয়েছে। এতে অতিরিক্ত পাথর আটক করা হয়। আর গত ৭ এপ্রিল আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস।
এর আগে ঘোষণাবহির্ভূত অতিরিক্ত সিসির মোটরসাইকেল আমদানি করায় মেসার্স হোসেন অটো এন্টারপ্রাইজ। এ কারণে ওই প্রতিষ্ঠানের ৮০টি কোরিয়ান মোটরসাইকেল আটক করে মংলা কাস্টমস।