১৫ শতাংশ লভ্যাংশ দেবে শাশা ডেনিমস
বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগে কোম্পানিটি ১০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। ওই লভ্যাংশ দেওয়া হয় কোম্পানির ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মুনাফা থেকে।
সব মিলিয়ে ২০১৫ সালের জন্য কোম্পানি মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিল।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে পাঁচ টাকা সাত পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৩৫ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।
২০১৫ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর মোট শেয়ারসংখ্যা ১১ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬৩০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৬ দশমিক ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ২৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ২ দশমিক শূন্য ৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৭ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে।