যুক্তরাজ্যে বিমানে পণ্য পরিবহন ফের চালুর আশা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাজ্য। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এক চিঠিতে এ কথা জানানো হয়। এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সরকারের এমন মনোভাবের পরিপ্রেক্ষিতে চলতি মাসের মধ্যে দেশটি আরোপিত সরাসরি কার্গো বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে আশা করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। এর ফলে বিমানে সরাসরি পণ্য পরিবহন পুনরায় চালু হবে।
গত মার্চের শুরুতে শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।
গত ৮ মার্চ যুক্তরাজ্য দাবি করে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তার কিছু ঘাটতি আছে। নিরাপত্তার ঘাটতি দূর না করা পর্যন্ত ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।
যুক্তরাজ্যের সতর্কতার পর সরকার ২১ মার্চ নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের সঙ্গে চুক্তি করে। ওই প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করবে।