বেশির ভাগ পাম্পে নতুন দামে বিক্রি হচ্ছে তেল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/25/photo-1461574058.jpg)
দেশে কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। রোববার দিবাগত রাত ১২টার পর থেকে নতুন ঘোষণা অনুযায়ী রাজধানীর পাম্পগুলোতে তেল বিক্রি হতে দেখা গেছে। আজ সোমবারও বিভিন্ন পাম্পে নতুন দামে তেল বিক্রি হচ্ছে।
রোববার সন্ধ্যায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৫ এপ্রিল (আজ) থেকে তেলের নতুন দাম কার্যকর করতে বলা হয়।
নতুন ঘোষণা অনুযায়ী অকটেন ও পেট্রোলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমেছে। আর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে কমেছে ৩ টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বেশির ভাগ ফিলিং স্টেশনে নতুন দাম কার্যকর হয়েছে।
২০১৩ সালের ৪ জানুয়ারি জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন কারণ হিসেবে তেলে ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ১২০ মার্কিন ডলার।
২০১৪ সালের জুন থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকে। একপর্যায়ে ব্যারেলপ্রতি ৩০ ডলারের নিচে নেমে আসে তেলের দাম। এর পরও দেশের বাজারে তেলের দাম না কমানো হয়নি।
অনেক সমালোচনার মুখে চলতি মাসের শুরুতে তেলের দাম কমানোর ইঙ্গিত দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অবশেষে গতকাল সন্ধ্যায় তেলের দাম কমিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রতি লিটার অকটেন ৯৯ টাকা থেকে কমিয়ে ৮৯ টাকা ও পেট্রোল ৯৬ টাকা থেকে কমিয়ে ৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ডিজেল ও কেরোসিন ৬৮ টাকা থেকে কমিয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার।
নতুন দাম কার্যকর হওয়ার পর গতকাল রাতে রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশন বন্ধ থাকতে দেখা গেছে। আর আজ সকালে রাজধানীর কোনো পাম্প থেকে আগের দামে তেল বিক্রির অভিযোগ করেন ভোক্তারা।