কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোনাস লভ্যাংশ জমা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। আজ সোমবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৫১ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা।
২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা।
গত এক মাসের মধ্যে এ শেয়ার সর্বনিম্ন ১১ টাকা ও সর্বোচ্চ ১২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।