দেশ হবে রাজস্ববান্ধব সংস্কৃতির
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, বাংলাদেশকে একটি রাজস্ববান্ধব সংস্কৃতিসম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১-২০৪১ বাস্তবায়নে আগামীতে রাজস্ব সংগ্রহ বাড়াতে স্থলবন্দরগুলোর সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এনবিআর চেয়ারম্যান আরো বলেন, অবস্থানগত কারণে ব্যাপক সম্ভাবনাময় বাংলাবান্ধা স্থলবন্দরকে কার্যকর বন্দরে রূপান্তরের মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
গতকাল বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
মতবিনিময় সভায় পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, পঞ্চগড় চেম্বারের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী প্রমুখ বক্তৃতা করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা শোনে। প্রতিনিধিদলটি সমস্যা সমাধানের আশ্বাস দেয়।