কোম্পানি সত্তায় স্থিতাবস্থায় মেট্রো স্পিনিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং কোম্পানি সত্তায় (এনটিটি রেটিং) ‘বিবিবি৩’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ কোম্পানিটি সার্বিকভাবে স্থিতাবস্থায় রয়েছে। কোম্পানিটির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে আজ এ কোম্পানির শেয়ারের দাম কমেছে দশমিক ৯৩ শতাংশ বা ১০ পয়সা। দিনভর দাম ১০ টাকা ৪০ পয়সা থেকে ১১ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয়েছে ১০ টাকা ৬০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ১০ টাকা ৫০ পয়সা। আজ ২৯৯ বারে পাঁচ লাখ ৭৩ হাজার ৮২৩টি শেয়ার লেনদেন হয়। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ১০ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ আট টাকা ১০ পয়সা।
গত হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়া হয়েছে। ওই হিসাব বছরে এর মুনাফা হয়েছে চার কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ২৯ পয়সা।