সাধারণের চাওয়া আয়ের সঙ্গে ব্যয়ের সংগতিপূর্ণ বাজেট
আগামী পহেলা জুন বাজেট ঘোষণা করবে সরকার। আসন্ন এই বাজেট কেমন হওয়া উচিত, তা নিয়ে এনটিভি কিছু সাধারণ মানুষ, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষের মতামত তুলে ধরেছে কেমন বাজেট চাই অনুষ্ঠানে। তাদের প্রত্যাশা, সরকার সাধারণ মানুষের জন্য বাজেট ঘোষণা করবে। তারা চান—আয়ের সঙ্গে ব্যয়ের সংগতিপূর্ণ বাজেট। সেখানে কৃষি এবং বিদ্যুত খাতে সরকারের ভতুর্কির দিকে আরও বেশি নজর দেওয়ার দাবি জানান তারা
একজন ষাটোর্ধ্ব শ্রমিক বলেন, ‘বুড়া বয়সেও এহন কাজ করে খাওয়া লাগে! এহন তো কাজ করতে পারি না। অচল হয়ে গেছি। আগামী বাজেটে যেন সরকার আমাগোর জন্য বাজেট করে। আমরা যেন কিছু পাই।’
একজন বলেন, ‘বাজেটে সরকার টাকা দিয়ে যাচ্ছে। সেই টাকাগুলো যদি আমাদের কাজে লাগে, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। দুর্নীতিকে রোধ করতে হবে।’ আরেকজন বলেন, ‘সরকার ট্যাক্সগুলো একটু কমিয়ে দিলে আমরা স্বাচ্ছন্দ্যে চলতে পারব।’
বাজেটে আপনার চাহিদা কী, প্রশ্নে একজন বলেন, ‘বাজেটে যাতে আমাদের গ্যাসের দাম না বাড়ে। বিদ্যুতের দামটা যেন সহনীয় পর্যায়ে থাকে। তাহলে আমরা যা উপার্যন করছি, তাতে আমাদের আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি থাকবে।’
সামগ্রিক বিকশিত হওয়ার মতো বাজেট চান বলে এক ব্যক্তি বলেন, ‘আমাদের মাঠের দরকার, যাতে ছেলেরা খেলা করতে পারে। বিনোদন তথা একজন মানুষের সামগ্রিক বিকশিত হওয়ার যে পথ, সেটাকে উন্মুক্ত করার জন্য সরকারের অধিকতর মনোযোগী হওয়া দরকার।’
এক নারী বলেন, ‘আয়করের সীমা তিন লাখ করা আছে, সেটা যদি পাঁচ লাখ করা হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়।’
রাস্তাঘাটসহ পল্লি উন্নয়নের জন্য যেন বাজেট থাকে, সেটা আমরা বিশেষভাবে চাই বলে এক ব্যক্তি মন্তব্য করেছেন।
এক যুবক বলেন, ‘আমরা চাই কর্মসংস্থান বান্ধব একটি বাজেট। যাতে আমাদের যুব সমাজ পড়ালেখা শেষ করে দ্রুত কর্মসংস্থানের বাজারে ঢুকতে পারে।’
এক ব্যবসায়ী বলেন, ‘যেভাবে আমাদের ওপর ভ্যাটগুলো চাপিয়ে দেওয়া হয়, এতে আমরা জর্জরিত। আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভ্যাটের পরিধি যদি একটু কমানো হয়, আমাদের ভালো হয়।’