পেঁয়াজের দাম ৫০ টাকার বেশি হওয়া উচিত নয় : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজের দাম কমানোর জন্য সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষকদের যে পরিমাণ প্রণোদনা দেওয়া হচ্ছে, তাতে পেঁয়াজের দাম কোনোভাবেই ৫০ থেকে ৬০ টাকার বেশি হওয়া উচিত নয়।
আজ শনিবার (২৭ মে) দেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ‘কেমন বাজেট চাই’ বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির স্টুডিওতে এ অনুষ্ঠান হয়।
আগামী ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এনটিভি আয়োজিত এ অনুষ্ঠান আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরেন সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিশিষ্টজনেরা।
এ অনুষ্ঠান আয়োজনের জন্য এনটিভিকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী ড. রাজ্জাক। তিনি বলেন, ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে অতিথিসহ যারাই বক্তব্য দেন তাদের সকলের বক্তব্য, প্রস্তাবনা ও সুপারিশগুলো লিখিত আকারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পেশ করলে দেশ ও জাতি উপকৃত হবে।
কৃষিমন্ত্রী বলেন, আমরা সরকার গঠনের আগে জনগণের কাছে ওয়াদা করেছিলাম, নির্বাচিত হলে আমরা খাদ্যসামগ্রীর দাম কমিয়ে আনব। দ্রব্যমূল্যকে আমরা জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখব। আমাদের নানামুখি উদ্যোগের কারণে আমাদের কৃষি উৎপাদনও বেড়েছে। কিন্তু চালের দাম বেড়েছে। আমরা কৃষকদের কাছে জানতে চাইলাম, চালের দাম বেশি কেনো? তারা বলছে ধানের উৎপাদন খরচ বেড়েছে। আমরা আউশের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রণোদনা দিচ্ছি।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তার জন্য সরকার এক কোটি পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে। এতে কমপক্ষে ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে।
এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সঞ্চালনায় বাজেট নিয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানান প্রশ্নের জবাব দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান ও বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।