‘তেল-মসলার দাম বাড়ায় রান্না ভালো হয় না, সংসারে বকাঝকা শুনতে হয়’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/27/kemon-budget-chai.jpg)
বাজেট কেমন চাই অনুষ্ঠানে অংশ নিয়ে এক গৃহিণী বলেন, দেশে তেলের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়েছে, মসলাপাতির দাম বেড়েছে। এতে করে রান্না ভাল হয় না। সেজন্য সংসারে বকাঝকা শুনতে হয়, গালিগালাজ শুনতে হয়।
আজ শনিবার (২৭ মে) দেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ‘কেমন বাজেট চাই' বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এক গৃহিণী এসব কথা বলেন।
এক কৃষক বলেন, আমরা চাই ধানের দাম আরও বৃদ্ধি করা হোক। কেননা ধান উৎপাদনে যে খরচ হয়, তার চেয়ে কম দামে বিক্রি করতে হয়।
অপর এক কৃষক বলেন, যখন ধান আসে তখন সরকার ধান ক্রয় করে না। আমাদের কমদামে বিক্রি করার পরই সরকার কিনতে আসে। এতে ন্যায্যমূল্য পাই না।
এক আম ব্যবসায়ী বলেন, দেশের আম বিদেশেও রপ্তানি হয়। কিন্তু সরকার আমের জন্য কোন বরাদ্দ দেয় না।
অপর এক গৃহিণী বলেন, দেশে তেলের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়েছে, মসলাপাতির দাম বেড়ে গেছে। এতে করে রান্না ভালো হয় না। সেজন্য সংসারে বকাঝকা শুনতে হয়, গালিগালাজ শুনতে হয়।
অপর কৃষক বলেন, গো খাদ্যের দাম কমাতে হবে।
আরেকজন বলেন, বাজেট হওয়া উচিৎ গরীবের জন্য। কিন্তু বাজেট হয় শুধু ধনীদের জন্য। নিত্যপণ্যর দাম না কমালে গরীবতো মরে যাবে।
এক চা বিক্রেতা বলেন, চিনির দাম ১৩৫ টাকা, দুধের দাম ৭শ টাকা। চা বিক্রি করে পোষাতে পারি না।