ব্র্যাক ব্যাংকের আয় বেড়েছে ৩৫ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক চলতি বছরের (২০২৩ সাল) তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির সর্বশেষ তৃতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছরের (২০২২ সাল) একই সময়ে ইপিএস হয়েছিল ৯৯ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৫ পয়সা বা ৩৫ দশমিক ৩৫ শতাংশ।
অপরদিকে চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৩৫ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৯১ পয়সা বা ৩৮ দমমিক ৭২ শতাংশ।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ২২ পয়সা। চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ২৮ টাকা ২ পয়সা। আগের বছরের (২০২২ সাল) একই সময়ে এনওসিএফপিএস ছিল ৪ টাকা ৪৬ পয়সা।