একজনের একাধিক মোটরসাইকেল থাকলে ১০ শতাংশ সম্পদ কর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/06/bike-.jpg)
এক ব্যক্তির নামে একাধিক মোটরসাইকেল থাকলে তার ওপর ১০ শতাংশ সারচার্জ বা সম্পদ কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। একইসঙ্গে দেশীয় মোটরসাইকেলের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।
সারচার্জ বা সম্পদ কর হচ্ছে এক ধরনের মাসুল। ব্যক্তির সম্পদের ভিত্তি মূল্যের ওপর এ মাসুল আদায় করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বিকেল ৩টা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ শুরু হয়। এবারের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম বাজেট।