খুলনায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
খুলনায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় তারেক রেজওয়ান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে রূপসা ব্রিজের নিচে আছিয়া সী ফুডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রূপসা ব্রিজের নিচ থেকে রেজওয়ান মোটরসাইকেলযোগে পুটিমারীর দিকে যাচ্ছিলেন। পথে ড্রাম ট্রাকের ধাক্কায় আরোহী তারেক রেজওয়ানের মৃত্যু হয়। এসময় ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে যায়।
তৌহিদুজ্জামান আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।