প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য বাজেট বাড়ানোর প্রস্তাব
২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য বাজেট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বেশি। আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাজেট।
প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে চার হাজার ছয়শ কোটি টাকা। আর ২০২৩-২৪ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছিল চার হাজার ৪৫২ কোটি টাকা। আর সংশোধিত বাজেট ছিল চার হাজার ২২৮ কোটি টাকা।
অর্থাৎ, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য প্রায় তিনশ কোটি টাকা বেশি বাজেট প্রস্তাব করা হয়েছে।
তবে, জাতীয় সংসদের বাজেট খুব একটা বাড়ানোর প্রস্তাব করা হয়নি এবারের বাজেটে। ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় সংসদের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছিল ৩৩৮ কোটি টাকা। সংশোধিত বাজেট ছিল ৩২৫ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট প্রস্তাব করা হয়েছে ২৪৭ কোটি টাকা।