পুঁজিবাজারে মুনাফায় নতুন করারোপের প্রস্তাব
আগামী ২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত বাজেটে পুঁজিবাজারে নতুন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফা তথা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা থেকে অর্জিত মুনাফায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রস্তাবে বলা হয়, মূলধনী মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালেই ১৫ শতাংশ হারে কর দিতে হবে ব্যক্তি বিনিয়োগকারীকে। আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করা আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেছেন।
অর্থমন্ত্রী বাজেটে প্রস্তাব দেন, ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনি মুনাফায় কোনো কর বসবে না। তবে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করলে তার ওপর কর দিতে হবে। উদাহরণ হিসেবে ধরা যায়, সেকেন্ডারি বাজারে শেয়ার লেনদেন করে কোনো বিনিয়োগকারী এক বছরে ৫৪ লাখ টাকা মুনাফা করেছেন। সে ক্ষেত্রে মুনাফার ৫০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত–সুবিধার আওতায় থাকবে। বাকি চার লাখ টাকা মুনাফা ওই বিনিয়োগকারীর মোট আয়ের সঙ্গে যুক্ত হবে। তাতে ওই বিনিয়োগকারীর নির্দিষ্ট একটি অর্থবছরে তার মোট আয়ের ওপর যে হারে কর প্রযোজ্য হবে, সেই হারে কর দিতে হবে।
প্রস্তাবে বলা হয়, ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীর বাইরে কোনো করপোরেট প্রতিষ্ঠান শেয়ারবাজারে বিনিয়োগ করে যে মুনাফায় করুক, সেই মুনাফার ওপর করারোপ হবে।