দাম বাড়তে পারে এসি ও জেনারেটরের
আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এয়ার কন্ডিশনার (এসি) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর রেয়াতি সুবিধা প্রত্যাহার করা সুপারিশ করা হয়েছে। ফলে বাড়তে যাচ্ছে বিলাসবহুল এ পণ্যটির দাম। এ ছাড়াও নতুন অর্থবছরে জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণ বা যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশ শুল্ক আরোপ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে এই পণ্যটির দামও বৃদ্ধি পাবে।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী বলেন, এয়ার কন্ডিশনার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিদ্যমান প্রজ্ঞাপন অনুসারে রেয়াতি হারে কম্প্রেসার আমদানি করতে পারে। এয়ার কন্ডিশনার স্বল্প আয়ের জনগণ ব্যবহার করে না বিধায় এর আমদানি শুল্কে রেয়াতি হার প্রত্যাহারের সুপারিশ করছি।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম বাজেট।
এ ছাড়া প্রস্তাবিত বাজেটে শিল্পে ব্যবহৃত ৩৩টি আইটেমের কাঁচামাল আমদানিতে এক শতাংশ শুল্ক বসানো হয়। এ তালিকায় রয়েছে অপরিশোধিত ভোজ্যতেল, শিরিশ কাগজ উৎপাদনে ব্যবহৃত টিউব লিসেনিং জেল, কৃত্রিম কোরান্ডাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, প্যাট চিপস উৎপাদনে ব্যবহৃত ইথাইলিন গ্লাইকল, পানির মোটর উৎপাদনকারী অ্যালুমিনিয়াম ইনগট, ফ্লোরোসেন্ট বাতির যন্ত্রাংশ, কাচ, প্লাস্টিক, এলইডি টেলিভিশন উৎপাদনে ব্যবহৃত এলইডি বাল্ব, বাতি উৎপাদনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অ্যালয়। ফলে এসবের দাম বাড়তে পারে।
প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর বৃদ্ধির কারণে বাড়তে যেসব পণ্যের দাম বাড়তে পারে–এমিউজমেন্ট ও থিম পার্ক, ফ্রিজ ও এসি, আইসক্রিম ও কোমল পানীয়, এলইডি ও এনার্জি সেভিংস লাইট, সিগারেট ও বিড়ি, আমসত্ত্ব ও জুসের দাম, মোবাইল কলরেট, সিম ও ইন্টারনেট, ইট, সিসি ক্যামেরা, মোটর সাইকেল, লাইট হোল্ডার, ফল, বিদেশি কাজুবাদাম, ম্যাকারেল মাছ, ফুল, এলপিজি সিলিন্ডার, সুইচ, সকেট, আয়রন, জেনারেটর ও ওয়াটার ফিল্টার।
দাম কমতে পারে যেসব পণ্যের–ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট, ডেঙ্গু কিট, গুঁড়া দুধ, চকলেট, বিদেশি পোশাক, এয়ারক্রাফট ইঞ্জিন, ইলেকট্রিক মোটর, এয়ারক্রাফট প্রপেলার, মিথানল, স্পাইনাল নিডল, মাশরুম ও শিল্পে ব্যবহৃত কাঁচামাল ম্যাঙ্গানিজ।