বাজেট হাত-পা বাঁধা বলির পশুর মতো : ওয়াহিদউদ্দিন মাহমুদ
দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে উল্লেখ করে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আগামী বাজেট যেন হাত-পা বাঁধা বলির পশুর মতো, তার কিছু করার নেই। তিনি বলেন, সরকার বিদেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। এতে সামনে বিদেশি ঋণের ফাঁদে পড়বে।
আজ সোমবার (১০ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট ২০২৪–২০২৫ শীর্ষক অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশ থেকে পুঁজি পাচার হচ্ছে, বাড়ছে ব্যাংক খাতে বিশৃঙ্খলতা। বাড়ছে বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয়। এমন পরিস্থিতিতে বাজেট যেন হাত-পা বাঁধা বলির পশুর মতো, তার কিছু করার নেই। এমন বাস্তবতায় অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাজেট সংকোচনের বিকল্প নেই বলে মনে করছি।
বিদেশি ঋণ প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমু বলেন, সরকারের বিদেশি ঋণ নেওয়া অব্যাহত আছে, সুদের ব্যয় বেড়েছে। সামনে ঋণ নেওয়া পরিকল্পনা করছে। এমন অবস্থায় বাজেট বিদেশি ঋণের ফাঁদে পড়তে পারে বলে করছি। অবাধে কালো টাকার ব্যবহার হচ্ছে। বিদেশে পাচার হচ্ছে টাকা। অর্থনীতিতে এই সমস্যা আগে থেকেই ছিল। বর্তমানে বেড়েছে। অবশ্য এতদিন সেই সমস্যা হজম করার শক্তি অর্থনীতির ছিল। সমস্যা এতটাই বেড়েছে যে এখন সেই হজম করার শক্তি নেই। যার কারণে সমস্যাগুলো বেরিয়ে এসেছে। এই বাস্তবতায় থেকে বের হতে হবে। এজন্য দৃঢ় পথ নির্দেশনা দরকার।
করনীতি দেখে মনে হয় ‘বাঘ হরিণ শিকার করার নীতিতে চলছে রাজস্ব ব্যবস্থা’ মন্তব্য করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থাৎ ছোট ও ক্ষমতাহীনদের চাপে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতিতে নৈতিকতা নিয়ে আলোচনা হওয়া দরকার।
বেনজীর আহমেদ প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ব্যাংকে এতো অর্থ তিনি কীভাবে করলেন। ব্যাংকে টাকা রাখতে হলে অনেক নিয়মের মধ্য যেতে হয়। কিন্তু নিয়ম তার বেলাতে কি হল যে, তিনি টাকা রাখলেন, আবার সেই টাকা তুলেও নিলেন। এসব পরিষ্কার হওয়া জরুরি।