চুরি-ডাকাতি বন্ধে নিরাপত্তা চাচ্ছে জুয়েলারি ব্যবসায়ীরা
ঈদের ছুটিতে চুরি-ডাকাতিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। আজ শনিবার (১৫ জুন) বাজুসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে এই নিরাপত্তা চাওয়া হয়েছে।
গত বুধবার পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠায় দেশের সোনার অলংকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ওই চিঠিতে বাজুসের পক্ষ থেকে বলা হয়, ঈদের লম্বা ছুটির কারণে দেশের সকল মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। এসময় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমন প্রেক্ষাপটে জুয়েলারি ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। এমন অবস্থায় ঈদের বন্ধ চলাকালে দেশের জুয়েলারি দোকানের বিশেষ নিরাপত্তার লক্ষ্যে জুয়েলারি মার্কেট ও প্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা ও অধিকতর নজরদারির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানায় সংগঠনটি।