বাজেট পাস হচ্ছে আজ, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ
কালো টাকা সাদা করার বিধান রেখেই আজ রোববার (৩০ জুন) পাস হচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট হতে যাচ্ছে এটি।
গত ৬ জুন জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এদিকে ১৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার বিধান রেখে জাতীয় সংসদে অর্থবিল-২০২৪ পাস হয়েছে। সংসদ ও সংসদের বাইরে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পরও এ প্রস্তাবে কোনো পরিবর্তন আনছেন না অর্থমন্ত্রী।
শনিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ ছাড়া চূড়ান্ত বাজেটে পুঁজিবাজার থেকে ৫০ লাখ টাকা লাভের ওপর কর ধার্য হচ্ছে। নতুন অর্থ বিলে আয়কর ও কাস্টমস সংক্রান্ত সামান্য কিছু পরিবর্তন আছে বলে জানা গেছে।
বাজেটে ব্যক্তির সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ প্রস্তাব করা হলেও, তা বিদ্যমান ২৫ শতাংশই বহাল থাকছে। ব্যক্তি পর্যায়ে করমুক্ত সিলিং আগের মতো সাড়ে তিন লাখ টাকা বহাল রয়েছে।