রূপালী ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/25/ruupaali_0.jpg)
রূপালী ব্যাংক পিএলসির নবম বিশেষ সাধারণ সভা এবং ৩৮তম বার্ষিক সাধারণসভা। ছবি : এনটিভি
রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির নবম বিশেষ সাধারণ সভা এবং ৩৮তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৫ আগস্ট) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম থেকে হাইব্রিড পদ্ধতিতে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা।
সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলম। এতে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। ব্যাংকের কোম্পানি সচিবের সঞ্চালনায় এতে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি অংশ নেন।