স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড, বাড়তে পারে দেশেও
অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো বিশ্ববাজারে এক আউন্স (২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৫৫৭ ডলারের বেশি। এর প্রভাব দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার শঙ্কা রয়েছে। বর্তমানে দেশের বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের এক ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) একাধিক সদস্য এ বিষয়ে বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় একশ ডলার বেড়েছে। সামনে স্বর্ণের আউন্স দুই হাজার ৬০০ ডলার বা এর চেয়েও বেশি হয়ে যেতে পারে। তাই বিশ্ববাজারে যে হারে স্বর্ণের দাম বাড়ছে, তাতে শিগগিরই দেশের বাজারেও স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল দুই হাজার ৪৮৭ ডলার। সেখান থেকে বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দুই হাজার ৫৭৮ ডলার হয় সপ্তাহের শেষে। সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৯১ ডলার বা ৩ দশমিক ৬৬ শতাংশ। এর আগে এক আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৫৩০ ডলারে।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বেচাকেনা হচ্ছে। অপরদিকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ২০ হাজার ৫৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ তিন হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮৫ হাজার ৪৫০ টাকায় বেচাকেনা হচ্ছে। এর আগে গত ২৬ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৯৩৬ টাকা। সেই সময় এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা।
এরও আগে গত ২৩ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৫০৪ টাকা। এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৬ হাজার ছয় টাকা। গত ২১ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৫১৬ টাকা। এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা। গত ১৯ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল দুই হাজার ৯০৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। গত ১৫ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ১৯০ টাকা। সে অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২০ হাজার ৮১ টাকা। গত ৮ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৬১০ টাকা। তখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। গত ১ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছিল এক হাজার ৭৩ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।