পাঁচ ব্যাংককে ঋণ গ্যারান্টি দেবে কেন্দ্রীয় ব্যাংক
তারল্য সংকটে পড়া দেশের ব্যাংকগুলোকে অর্থ ধার দিয়ে বিশেষ সহায়তা করবে ভাল ব্যাংকগুলো এবং এক্ষেত্রে ধারের টাকার গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকগুলো কী পরিমাণ অর্থ ধার দিয়ে সহায়তা দেবে, সেটাও ঠিক করবে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য সংকটে পড়া পাঁচটি ব্যাংকের সঙ্গে ঋণ গ্যারান্টির এমন চুক্তি সই করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে।
ধারের চুক্তিতে সই করা ব্যাংকগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাংক। এ লক্ষ্যে গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) আলোচিত চার ব্যাংকের সঙ্গে চুক্তি করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ধারের চুক্তি হয়েছিল ন্যাশনাল ব্যাংকের সঙ্গে।
শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের ১১টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে তা পুনর্গঠনও করে দেয় বাংলাদেশ ব্যাংক। নামে-বেনামে টাকা বের করে নেওয়ায় তারল্য সংকট তৈরি হয়েছে এই ব্যাংকগুলোতে। এমন অবস্থায় সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ধারের উদ্যোগ নেওয়া হয়।
গ্যারান্টির বিপরীতে ধারের প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে কবে থেকে তারল্য সহায়তা পেতে পারে, সেটি এখনও ঠিক হয়নি। কারণ যখন ব্যাংকগুলো অর্থ ধার দিতে সম্মত হবে, ঠিক তখনই সহায়তা পাবে তারা।