ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/28/phaarstt_sikiurittij_islaamii_byaank.jpg)
ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের পর্ষদের সভা। ছবি : ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই সভাটি হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও কোম্পানী সচিব অলি কামাল সভায় উপস্থিত ছিলেন।