ইআরএফের সভাপতি হলেন দৌলত আকতার মালা
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান হাফিজ ফল প্রকাশ করেন। নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবদাল আহম্মেদ। নির্বাচনের আগে ২০২৩-২৪ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা হয়।
নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। এতে দৌলত আকতার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা পেয়েছেন ৮২ ভোট। ১০১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের বিশেষ আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আজিজুল ইসলাম ৭৫ ভোট, ইআরএফের জ্যেষ্ঠ সদস্য সিরাজুল ইসলাম কাদির পেয়েছেন ২১ ভোট।
সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি অবজারভারের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট। এছাড়া চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ পেয়েছেন ৪৩ ভোট এবং বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ পেয়েছেন ছয় ভোট। সহসাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মানিক মুনতাশির ও অর্থ সম্পাদক পদে দৈনিক বর্তমানের আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক শেখ শাফায়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া চার সদস্য পদে নিউ এজের বিশেষ প্রতিনিধি এএসএম মঈনুল হক, ইআরএফের জ্যেষ্ঠ সদস্য কায়েস মোহাম্মদ সোহেল, আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. জাকির হোসেন এবং জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ইব্রাহিম হোসেন অভি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সদস্য পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এএসএম মঈনুল হক। তিনি পেয়েছেন ১২৭ ভোট।