ইবির তদন্ত কমিটির ডাকে ফের ক্যাম্পাসে ভুক্তভোগী
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের নির্যাতনের শিকার সেই ছাত্রীকে আবারও ক্যাম্পাসে আনা হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে বাবার সঙ্গে ক্যাম্পাসে আসেন তিনি।
সহকারী প্রক্টর জয়শ্রী সেন বলেন, ‘বেলা সাড়ে ১১টায় আমরা অভিযোগকারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে রিসিভ করে তদন্ত কমটির কাছে নিয়ে যাই।’
দেশরত্ন শেখ হাসিনা হলের শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘আজও হলের মধ্যেই বিচারবিভাগীয় তদন্ত কমিটি অভিযোগকারীর সঙ্গে কথা বলেছেন। দুপুর ২টার পরে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করতে হল থেকে নিয়ে যাওয়া হয়।’
অভিযোগকারী বলেন, ‘আজও দুটি তদন্ত কমিটিই কিছু বিষয় জানতে চেয়েছেন। এ ছাড়া আজ তদন্ত কমিটির কাছে বিস্তারিত লিখিত জবানবন্দি জমা দিয়েছি।’
গত ১৩ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ি পাবনাতে চলে যান অভিযোগকারী ছাত্রী। পরে তদন্ত কমিটির ডাকে দুবার ক্যাম্পাসে এসেছিলেন তিনি। আজ তৃতীয়বারের মতো আবারও ক্যাম্পাসে আসলেন।
দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন প্রথম বর্ষের এই শিক্ষার্থী। অভিযোগে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও হত্যার হুমকি দেন।’
এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের পৃথক দুই তদন্ত কমিটি গঠিত হয়। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে কুষ্টিয়া জেলা প্রশাসনের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিও তদন্তকাজ চালিয়ে যাচ্ছে।