জবি প্রেসক্লাবের আয়োজনে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/04/jnu.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুলাহ, নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম সজল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বঙ্গবন্ধু সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি সবসময় সাংবাদিকদের পাশে রেখে কাজ করেছেন।’
কামালউদ্দীন আহমদ আশা ব্যক্ত করে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা বলিষ্ঠতা এবং দৃঢ়তা ধরে রাখবেন। আপনাদের হাত ধরে অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়বে।’
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুলাহ বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে সাংবাদিকদের সুসম্পর্ক ছিল। তিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে আশেপাশের সাংবাদিকদের পরামর্শ নিতেন। বিশেষ করে তোফাজ্জল হোসেন মানিক মিয়া ও এ বি এম মূসা প্রমুখ। জবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রাখবে এবং প্রগতিশীল সাংবাদিকতার চর্চা করবে এ আশা করি।’
নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) বিপ্লবকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে, নগদ বাংলাদেশ ডাক বিভাগের এমন একটি উদ্যোগ, যা মানুষের প্রতিদিনের আর্থিক লেনদেনকে সহজ করে তুলেছে। নগদ সবসময়ই এমন সৃজনশীল উদ্যোগ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিষয়ে সবসময়ই সবার পাশে আছে। আগামী দিনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর সঙ্গে নগদ সুসম্পর্ক বজায় থাকবে।
জবি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সাংবাদিকতার রাস্তাকে সুগম করেছিলেন বঙ্গবন্ধু। সাংবাদিকদের মাধ্যমেই তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের খোঁজ-খবর রাখতেন। স্বাধীনতার পর দেশে প্রচুর ভুঁইফোঁড় পত্রিকা প্রকাশিত হতে থাকে, যাদের অধিকাংশের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলা। বঙ্গবন্ধু যখন এটা আঁচ করতে পারেন তখন ওই পত্রিকাগুলো বন্ধ করে দেন। এ মহৎ কাজটিকে নিয়েও বর্তমানে কুচক্রী মহল মিথ্যাচার করে বেড়ায়।’
ওয়েবিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য নোমান আল আব্দুলাহর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জগেশ রায়। ওয়েবিনারে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও বিডি নিউজটুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মুবারক হোসেন, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু, প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল কাদের প্রমুখ।