জাবির সরকার ও রাজনীতি পরিবারের ইফতার অনুষ্ঠিত
ঢাকায় বসবাসরত ও কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের রুফটপে আয়োজিত এ ইফতার মাহফিলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভাগটির বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সরকার ও রাজনীতি পরিবারের ব্যানারে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা ইফতারের আগে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। এসময় তারা ঈদ পরবর্তী বৃহৎ পরিসরে গেট টুগেদার করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান।
রাজধানীতে বসবাসরত ও কর্মরত সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে আন্তঃযোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আড্ডা আয়োজনের অংশ হিসেবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।
ইফতার মাহফিলে অংশ নেন বিভাগের ২০ তম ব্যাচের কে এম মোশাররফ হোসেন বাছির, ২৯ ব্যাচের নাজমুল ইসলাম সোহেল, ৩১ ব্যাচের সেখ ফয়সাল আহমেদ, আরিফ বিন জলিল, ৩২ ব্যাচের রোকনুজ্জামান পিয়াস, ৩৩ ব্যাচের আলী হোসেন, ৩৪ ব্যাচের রেজাউল হক কৌশিক, খাইরুল হাসান, গাজী ইব্রাহীম আল মামুন, ঈসা রুহুল্লাহ নাদিম, ৩৫ ব্যাচের মো. এবাদত হোসেন, মাহি মাহফুজ, ৩৬ ব্যাচের আব্দুল আহাদ বিশ্বাস, শাহাদাৎ হোসেন খান, সোহেলুর রহমান, ৩৭ ব্যাচের আবু কালাম আজাদ ও মো. নিয়ামুল হক প্রমুখ।