ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোকসজ্জিত ক্যাম্পাস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/30/du-pick.jpg)
১০২তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ শুক্রবার (১ জুলাই)। ১৯২১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। এজন্যই এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে নামকরণ করা হয় এবং প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।
এবার ‘গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস রাতেই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাস অপরূপ সৌন্দর্যে রূপ নিয়েছে। মন কাড়ছে সব শ্রেণির মানুষের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কলা ভবন, টিএসসি, উপাচার্যের বাসভবন, বিশ্ববিদ্যালয় ক্লাব, মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও স্যার এএফ রহমান হলসহ গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনকে ক্যাম্পাসজুড়ে আলোকসজ্জার ব্যাকগ্রাউন্ডে মনের আনন্দে ছবি তুলতে দেখা যায়।
আজ সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/06/30/du-pic.jpg)
কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার আগে বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে সমবেত হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক কাটা এবং সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে থিম সং পরিবেশিত হবে।
এ ছাড়া, সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।