নরেন্দ্র মোদির কুশপুতুল কেড়ে নিল ছাত্রলীগ
বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ফেডারেশন। মিছিলের পর কুশপুতুল দাহ কর্মসূচি ছিল। কিন্তু এর আগেই কুশপুতুল কেড়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকালে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই ঘটনা ঘটেছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ও কুশপুতুল দাহের কর্মসূচি দেয় ছাত্র ফেডারেশন।
ফেডারেশনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের উপ-সাহিত্যবিষয়ক সম্পাদক রিয়াদ হাসানের নেতৃত্বে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এই কুশপুতুল কেড়ে নেয়।
কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল থেকে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হতে থাকেন। তাঁরা নরেন্দ্র মোদির কুশপুতুল বানিয়ে টিএসসিতে রাখেন। অন্যদিকে, আজ বিকেল ৩টায় ছাত্রলীগের আনন্দ মিছিল থাকায় সকাল থেকে রাজু ভাস্কর্যে উপ-সাহিত্যবিষয়ক সম্পাদক রিয়াদ হাসানের নেতৃত্বে সরকারি কবি নজরুল কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। ছাত্র ফেডারেশনের কর্মসূচি শুরুর আগেই টিএসসিতে রাখা মোদির কুশপুতুল কেড়ে নেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বাধা দিলেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে চুপ থাকতে বলে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা এনটিভি অনলাইনকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আমরা কুশপুতুল পোড়ানোর কর্মসূচি দেই। সেই লক্ষ্যে আমরা একটি কুশপুতুল টিএসসি গেইটে রাখি। তখন রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ৩০-৪০ জন নেতাকর্মী এসে কুশপুতুল ছিনতাই করে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।’
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গোলাম মোস্তফা।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আমাদের দেশে আসছেন। তাঁর আগমনকে আমরা স্বাগত জানাই। কারা তাঁর কুশপুতুল নিয়ে গেছে আমি জানি না।’