পিআইবিতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ রোববার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করা যাবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে অগ্রাধিকার পাবেন গণমাধ্যম, জনসংযোগ বা বিজ্ঞাপনবিষয়ক প্রতিষ্ঠানের কর্মরতরা।
সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম (পিজিডিজে) বিভাগের প্রভাষক ও সমন্বয়কারী শুভ কর্মকার বলেন, ‘পিজিডিজে পোগ্রামে শিক্ষার্থীদের ভর্তি হতে জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক (পাস/সম্মান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় নূন্যতম ৪০ শতাংশ নম্বর বা সিজিপিএ-২ পেতে হবে।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যম, জনসংযোগ বা বিজ্ঞাপনবিষয়ক প্রতিষ্ঠানে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে।’
জানা যায়, এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের মোট আসন সংখ্যা ৫০ এবং কোর্স ফি এককালীন ১৬ হাজার টাকা। এ প্রোগ্রামে ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন হবে। ভর্তির প্রাথমিক আবেদন ফি ৫০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের বিস্তারিত তথ্য পিআইবির ওয়েবসাইটে (www.pib.gov.bd) পাওয়া যাবে।