রাবিতে আজ তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাবির এবারের ভর্তি পরীক্ষা।
এরই মধ্যে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ‘বি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১০টায়। পরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩৯ হাজার ৮৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ তিনটি শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বাণিজ্য গ্রুপ-১-এর ১০০০১ থেকে ১৮৮১৮ পর্যন্ত এবং অ-বাণিজ্য গ্রুপ-১-এর ৫০০০১ থেকে ৫৭৪২০ রোলধারীরা পরীক্ষায় বসেছেন। দ্বিতীয় ধাপে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষায় বসবেন বাণিজ্য গ্রুপ-২-এর ৩০০০১ থেকে ৩৮৮১৭ পর্যন্ত এবং অ-বাণিজ্য গ্রুপ-২-এর ৭০০০১ থেকে ৭৭৪২০ রোলধারী শিক্ষার্থীরা। এ ছাড়া তৃতীয় ধাপে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষায় বসবেন শুধু অ-বাণিজ্য গ্রুপ-৩-এর ৯০০০১ থেকে ৯৭৪২০ রোলধারী পরীক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘গত দুদিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করি, আজ শেষ দিনও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
এদিকে গতকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ। পরীক্ষায় ৪৩ হাজার ৫৮৮ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৬ হাজার ৪১৮ জন। অনুপস্থিত ছিলেন মোট সাত হাজার ১৭০ জন শিক্ষার্থী।