৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়েছে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ শুক্রবার (১৯ মে) সকাল ১০টায় শুরু হয়ে দুই ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।
এদিন দেশের আট বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর আগে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার গণমাধ্যমকে বলেছিলেন, “পরীক্ষার হলে দেখাদেখি করে চাকরি পাবেন, এমন চাকরিপ্রার্থী আমরা চাই না। আমরা সৎ ও যোগ্য চাকরিপ্রার্থী খুঁজছি। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।”
এবারের ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবেন। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জনকে। সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে, ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেবে সরকার।