শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে রাবিতে মিছিল
শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ভর্তি সংকট নিরসনে দেশের প্রতিটি জেলায় পাবলিক বিশ্বাবদ্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা থেকে সরে এসে ক্যম্পাসে শিক্ষক-শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ক্যাম্পাস থেকে সন্ত্রাসীদের বহিষ্কার করে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন এবং কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক কিবরিয়া হোসেন।