শিক্ষক ও ছাত্রলীগ মুখোমুখি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা আজ মঙ্গলবার নবম দিনের মতো কর্মসূচি পালন করছেন। তাঁরা সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
এদিকে, শিক্ষকদের ওই আন্দোলন প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একই ভবনের সামনে অবস্থান নিয়েছেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থান নেওয়ার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর কার্যালয়ের সামনে আজ সকালেও অবস্থান নিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। এর আগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীরা এ আন্দোলন প্রত্যাহারের দাবিতে মিছিল, মানববন্ধন করলেও আজ সকাল ৯টা থেকে তাঁরা শিক্ষকদের আন্দোলনস্থলে অবস্থান নেন। শিক্ষকদের অবস্থানের কারণে নয় দিন ধরে অফিস করতে পারেননি উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বলেন, উপাচার্যের কার্যালয় অবরোধের এ আন্দোলন একেবারে অনৈতিক। এতে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে শিক্ষার পরিবেশ। তাই আন্দোলন প্রত্যাহারে শিক্ষকদের বাধ্য করতে তাঁরা এই অবস্থান নিয়েছেন।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ শামছুল হক বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিদিন ভোর ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপাচার্যের কার্যালয় ঘেরাও অব্যাহত থাকবে।
ক্যাপশন : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আজ মঙ্গলবার ছাত্রলীগ ও শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থান। ছবি : এনটিভি