আন্দোলনের হুমকি শিক্ষক সমিতির
ময়মনসিংহের ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন সুব্রত কুমার দে’র ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আগামীকাল শনিবারের মধ্যে আটক করা না হলে রোববার থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে শিক্ষক সমিতি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক মোল্লা আমিনুল ইসলাম এ কথা জানিয়েছেন।
শিক্ষক সমিতির সভাপতি বলেন, সমিতির পক্ষ থেকে এ হামলার ঘটনায় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করা হয়েছে। একইসঙ্গে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইন বিভাগ ও রেজিস্ট্রার কার্যালয় খোলা রাখার দাবি জানানো হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ‘নদী বাংলা’ কমপ্লেক্সের সামনে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন সুব্রত কুমার দেকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। সুব্রত কুমার বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা পকেটমার বলতে বলতে শিক্ষককে মারতে মারতে তাঁর শার্টের পেছনের কলার ধরে টেনে পাশের বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ের গলিতে নিয়ে যায়। সেখানে বেদম মারধরের পর আবার তাঁকে ‘নদী বাংলা’র সামনে নিয়ে আসে। শিক্ষক সুব্রত কুমার দে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তদন্ত কমিটি গঠন
বাণিজ্য অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাববিজ্ঞান বিভাগের পরিচালক সুব্রত কুমার দে-কে মারধরের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম এ তদন্ত কমিটি গঠন করেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমানকে সভাপতি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলুল কাদের চৌধুরীকে এ তদন্ত কমিটির সদস্য সচিব করা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক এস এম হাফিজুর রহমান বিকেলে এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ছয় সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।