‘গরু’ বলে ক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার!
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাহীন ‘গরু’ আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
এর আগে শিক্ষার্থীরা সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবিবের বহিষ্কার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
অভিযোগ রয়েছে, সম্প্রতি খন্দকার এহসান হাবীব তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘গরু’ আখ্যা দিয়ে একটি স্ট্যাটাস দেন।
এহসান তাঁর ফেসবুক পেজে ৩১ জানুয়ারি (গতকাল মঙ্গলবার) সকাল ৮টা ২৪ মিনিটে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘পাবলিকের অনেক গরু প্রতিদিন আমি আমার বাড়ির মাঠে ঘাস খেতে দেখেছি।’ এরপর ৮টা ৪০ মিনিটে তিনি আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে লিখেন, ‘বিষয়টা প্রাইভেট পাবলিকের না। বিষয়টা হলো মেধার। যোগ্যতার। আপনি পাবলিকের গরু নিবেন নাকি প্রাইভেটের মেধা নিবেন।’
এই স্ট্যাটাসের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিবাদে আজ দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে উপাচার্যের কার্যালয় ঘেরাও সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান করেন শিক্ষার্থীরা। এ সময় সহকারী রেজিস্ট্রার এহসানের বহিষ্কার দাবি করে শিক্ষার্থীরা স্লোগান দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নিন্দার ঝড়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহান খান তাঁর ফেসবুক পেজে লিখেছেন, বিএনপি-জামাত রিক্রুটমেন্ট (নিয়োগ) পাওয়া শিবির এহসান সাহস পায় কীভাবে বিশ্ববিদ্যালয়কে অবমাননা করার?
তানিয়া আকতার নামের এক শিক্ষার্থী লিখেছেন, ‘আপনি আনন্দমোহনের ছাগল হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গরুদের নিয়ে স্ট্যাটাস দেন। আমরা গরু বইলাই আপনি এখনো মার খান নাই। আপনার এই স্ট্যাটাসের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
এ বিষয়ে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেউ গরু আখ্যা দিয়ে থাকলে তাঁর বিচার হওয়া উচিত। বিষয়টি সত্য না হলে, স্ট্যাটাসদাতাকে অসম্মান করা ঠিক নয়।’
জানতে চাইলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু আখ্যা দিয়ে কোনো পোস্ট দেইনি।’