স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে বাকৃবি শিক্ষকদের কর্মবিরতি
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার শিক্ষকরা কর্মবিরতির মাধ্যমে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।
একই দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে আমতলায় সমাবেশ করে। সমাবেশে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতারা দাবি আদায় না হলে একযোগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বর্জনের হুমকি দেন।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল্লাহ ইকবালের সঞ্চালনায় সমাবেশে সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীর হোসেন, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মনোরঞ্জন দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান বক্তব্য দেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের দুই শতাধিক শিক্ষক অংশ নেন।
গতকাল সোমবার মন্ত্রিসভায় সরকারের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। এতে মূল বেতন সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ও সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়।