ঢাবির বিজয় একাত্তর হলের ৮ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ক্যান্টিন ম্যানেজারকে মারধর ও গেস্টরুমে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া এ ব্যবস্থা নেন। তিনি জানান, গত শুক্রবার হলের ক্যান্টিনে খাওয়ার টাকা চাওয়ায় ক্যান্টিন ম্যানেজার রিফাতকে মারধরের ঘটনায় ছয় শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের পারভেজ আলম, আরবি বিভাগের মো. গিয়াস উদ্দিন, ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তানভীর আলম, ক্রিমিনলোজি বিভাগের মো. সাব্বির সরকার, বাংলা বিভাগের মুহিবুল ইমলাম ও মনোবিজ্ঞান বিভাগের রিদোয়ান হোসাইন। তাঁরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে, গত বুধবার রাতে আসাদুজ্জামান আসাদ নামের এক শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের ঘটনায় ইসলামিক স্টাডিজ বিভাগের সাইদুল ইসলাম এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের হৃদয় আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়। এঁরা দুজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।