ঢাকা বিশ্ববিদ্যালয়ে অছাত্র উচ্ছেদে উল্টো ধাওয়া খেলেন শিক্ষকরা

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল থেকে অছাত্র ও বহিরাগতদের উচ্ছেদ করতে গিয়ে উল্টো হলের প্রাধ্যক্ষসহ শিক্ষকরা ধাওয়া খেয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হলসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের হল থেকে বের করা নিয়ে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ কয়েকজন হাউজ টিউটর নিয়ে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের রুমে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের গতিরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি অনুকূলে না থাকায় হল অফিসে অবস্থান নেন শিক্ষকরা। পরে হল অফিস থেকে বের হলে তাদের ধাওয়া দিয়ে হাউজ টিউটর ভবনের দিকে নিয়ে যান ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করছে, তাদের জন্য নির্মিত হলের দক্ষিণ পাশের ভবনের অর্ধেক অংশ স্টাফ কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ অংশে পাঁচ শতাধিক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হতে পারে। কিন্তু হল প্রাধ্যক্ষ এর ব্যবস্থা না করে ডাকসু নির্বাচনের অজুহাতে সদ্য সমাপ্ত স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেন।
এ বিষয়ে অধ্যাপক রহমত উল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, এটি তেমন কিছু না। ছাত্ররা হৈ চৈ করছিল। তারা বিভিন্ন সময় আনন্দ করে না? তা ছাড়া আমাদের হলে অছাত্ররা তেমন নেই, যারা আছে তাদের বের করে দেওয়ার চেষ্টা চলছে।