ঢাবিতে নিষিদ্ধ ছাত্র সমাজকে বামদের ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন করতে ক্যাম্পাসে আসায় নিষিদ্ধ জাতীয় ছাত্র সমাজকে ধাওয়া দিয়েছে ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা। ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় এ ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সমাজ হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির ছাত্র সংগঠন। নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাবিতে জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠন ছাত্র সমাজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা ক্যাম্পাসে এসে মিছিল বের করেন। এ সময় তারা এরশাদের নামে বিভিন্ন স্লোগান দেন। তখন মধুর ক্যান্টিনে থাকা ছাত্র ইউনিয়নের সহসভাপতি তুহিন কান্তি দাসের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন নেতাকর্মীরা হঠাৎ তাদের ধাওয়া দেন। পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে যোগ দেন।
এ সময় ছাত্র সমাজের নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যান। পরে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, জাসদ ছাত্রলীগের সভাপতি শাজাহান আলী সাজু, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বক্তব্য দেন।