জাবিতে চলছে ৩৮তম ব্যাচের র্যাগ উৎসব
‘ফিরে চাই, ফিরে যাই আত্মার আমন্ত্রণে’- এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ৩৮তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব ‘ব্রেভার র্যাগ ৩৮’। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ উৎসবের দ্বিতীয় দিনে আজ র্যাগ র্যালি ও রং উৎসব পালন করেন শিক্ষার্থীরা।
বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশ থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নেচেগেয়ে আনন্দ-উল্লাসে ক্যাম্পাস জীবনের শেষ উদযাপনে মত্ত হয়ে পড়েন। ঢাক-ঢোল, বাঁশি বাজিয়ে, একে অন্যের গায়ে রং মাখিয়ে রঙিন হয়ে বিকেলটি পার করেন ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা।
রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ‘র্যাগ ডিনার’ ও রাত ১০টায় ডিজে পার্টি অনুষ্ঠিত হয়।
উৎসবের শেষদিন কাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত কনসার্টে দর্শক মাতাবেন ব্যান্ড তারকা জেমস।