জাবি থেকে ১৭ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে হত্যাচেষ্টাসহ ১৭ মামলার আসামি বগুড়ার শাহজাহানপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় এক পরিচিত জনের সঙ্গে দেখা করতে গেলে শিক্ষার্থীরা নুরুজ্জামানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জানা গেছে, মাঠে থাকা এক শিক্ষার্থী নিজের এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানকে দেখতে পেয়ে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে যায়। পরে পরিচয় যাচাই শেষে সন্ধ্যায় তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘বিকেলে শিক্ষার্থীরা ফোন দিয়ে নুরুজ্জামানকে আটকের খবর জানায়। নিরাপত্তার স্বার্থে তাকে আমরা নিরাপত্তা অফিসে নিয়ে আসি। পরে দ্রুততম সময়ের মধ্যে প্রক্টরের উপস্থিতিতে আমরা আশুলিয়া থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করি।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, ‘আমরা তাকে থানায় নিয়ে এসেছি। তার নামে অসংখ্য মামলা রয়েছে। বগুড়া জেলা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। তাদের একটি টিম ইতোমধ্যে রওনা হয়েছে। আইনগত বিষয়ে যা যা করার তা বগুড়া পুলিশ করবে।
ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গা ঢাক দেন নুরুজ্জামান। আশ্রয় নেন রাজধানীর খিলক্ষেত এলাকায় এক আত্মীয়ের বাসায়। পরিবারকে স্থানান্তর করে ছেলে-মেয়েদের ঢাকায় স্কুলে ভর্তির চেষ্টাও করছিলেন তিনি। পাশাপাশি ঢাকায় ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন।
পরিচয় লুকাতে এনআইডি কার্ড পরিবর্তনের পরিকল্পনা করেন নুরুজ্জামান। এর অংশ হিসেবে পরিচিত একজনের সঙ্গে দেখা করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গিয়ে ধরা পড়েন তিনি।