‘ফাও’ খাবার আসতে দেরি, ক্যানটিন-কর্মীকে মারধর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/06/photo-1449403177.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে খেতে বসেছিলেন মোকাম্মেল নামে এক ছাত্র। খাবার আসতে একটু দেরি হয়। এরপরই তিনি ক্যানটিনের এক কর্মীকে মারধর করেন। ব্যাপারটি মীমাংসা করতে এলে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রকেও মারধর করেন মোকাম্মেল। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
এদিকে ক্যানটিন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, নিয়মিতই ক্যানটিনে টাকা ছাড়া ফাও খান মোকাম্মেল। তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন। ক্যানটিনের পরিচালক মো. ইসমাইল জানিয়েছেন, টোকেন ছাড়া খাওয়া নিষেধ বলা হলেও ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতা-কর্মী এ ক্যানটিনে নিয়মিত ফাও খাচ্ছেন।
ক্যানটিনের পরিচালক মো. ইসমাইল বলেন, দুপুরে প্রতিদিনের মতো টাকা ছাড়াই খেতে আসেন ছাত্রলীগকর্মী মোকাম্মেল। এ সময় খাবার আনতে দেরি হওয়ায় ক্যানটিনের কর্মী শাহজাহানকে মারধর করেন মোকাম্মেল। এ সময় ইসলামের ইতিহামের ছাত্র কামরুল এগিয়ে এলে তাঁকেও মারধর করেন তিনি। পরে হলের নেতারা এসে বিষয়টি মীমাংসা করে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদত বলেন, ‘দুজন সাধারণ ছাত্রের মাঝে ঘটনাটি ঘটেছে। তবে এরা ছাত্রলীগের কেউ না। বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।’
এ ব্যাপারে বিজয় একাত্তর হলের প্রভোস্ট শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। সন্ধ্যায় হলে গেলে জানতে পারব। তখন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’