জাবিতে হল প্রভোস্টকে লাঞ্ছিতকারীদের শাস্তির দাবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/12/photo-1457787224.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টকে লাঞ্ছিতকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে। আজ শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপযুক্ত বিচার সাপেক্ষে এ দাবি জানিয়েছে।
ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল ও সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগ স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বিবৃতিতে নেতারা বলেন, ‘ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি যে, নবীন শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক মো. ওবায়দুর রহমান। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে ৪৪তম ব্যাচের জুনিয়র ছাত্রলীগকর্মীরা ৪৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে গণরুমে বসলে প্রভোস্ট অধ্যাপক ওবায়দুর রহমান হলের গণরুমে প্রবেশ করেন। এ সময় তিনি হলে ওঠা ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে কারা কারা অন্য হলে অ্যালটপ্রাপ্ত তা জানতে চান এবং তাদের হল থেকে বের হয়ে যেতে বলেন। এ কথা শুনে উপস্থিত জুনিয়র ছাত্রলীগকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় প্রভোস্ট গণরুম থেকে বের হয়ে যান। কিন্তু জুনিয়র ছাত্রলীগকর্মীরা সিনিয়র ছাত্রলীগ নেতাদের বিষয়টি জানালে তাঁরা এসে তাঁর ওপর চড়াও হন। উত্তেজিত ছাত্রলীগ নেতাকর্মীরা তাঁকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। পরে সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকরা গিয়ে তাঁকে মুক্ত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ নেতারা এই হলে ২০ থেকে ২৫ জন অন্য হলে অ্যালটপ্রাপ্ত ছাত্রকে উঠিয়েছেন। ব্যাপারটি জানতে পেরে তৎপর হয়ে ওঠায় প্রভোস্টের ওপর চটেছেন তাঁরা।