এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/03/photo-1459662126.jpg)
শুরু হলো ২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ রোববার সকাল ১০টায় একযোগে সারা দেশের আটটি সাধারণ এবং মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে এই পরীক্ষা শুরু হয়েছে।
এবার দেশের মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছয় লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী পাঁচ লাখ ৬৪ হাজার ৫১৪ জন। দেশের বাইরের সাতটি কেন্দ্র থেকে এবার ২৬২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
তত্ত্বীয় পরীক্ষা চলবে ৯ জুন পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে।
এ বছর এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে। এবার ১৯টি বিষয়ের ৩৬টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর ১৫টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সবার কাছে আনন্দদায়ক ও উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নর জন্য তিনি শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতিলেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ধরনের পরীক্ষার্থী এবং শ্রবণপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক এবং ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পালসি আক্রান্ত) পরীক্ষার্থীদের ৩০ মিনিট অতিরিক্ত সময় এবং পরীক্ষার কক্ষে অভিভাবক, শিক্ষক বা সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।